নিজস্ব প্রতিবেদক: বিশিষ্ট সুরকার ও সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার।
মন্ত্রী গতকাল রোববার এক শোকবার্তায় বলেন,আলাউদ্দিন আলী ছিলেন বাংলা চলচ্চিত্রের সুরের আকাশের উজ্জ্বল তারা। বাংলা চলচ্চিত্রে এ কালজয়ী সুরকারের অবদান চলচ্চিত্রপ্রেমী ও সংগীত বোদ্ধাগণ স্মরণে রাখবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আলাউদ্দিন আলীর দীর্ঘ সংগীত জীবনের কথা স্মরণ করে বলেন, একই সঙ্গে সুরকার, সংগীত পরিচালক, বেহালাবাদক ও গীতিকার আলাউদ্দিন আলীর সুরে গান করে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বহু স্বনামধন্য শিল্পী নিজেদের সমৃদ্ধ করেছেন।
মন্ত্রী সংগীত জগতে তার অবদান তুলে ধরে বলেন, ১৯৭২ সালে দেশাত্মবোধক গান ‘ও আমার বাংলা মা’ গানের মাধ্যমে জীবনে প্রথম সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার। পাঁচ দশকের সংগীত ক্যারিয়ারে নিজস্ব একটি সংগীতের ধারা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন আলাউদ্দিন আলী। ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘যে ছিল দৃষ্টির সীমানায়’ ‘ভালোবাসা যতো বড়ো জীবন তত বড় নয়’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘হয় যদি বদনাম হোক আরো’, ‘আছেন আমার মোক্তার আছেন আমার ব্যারিস্টার’, ‘সুখে থাকো ও আমার নন্দিনী’- সহ কালজয়ী অসংখ্য গানে পেছনের কারিগর আলাউদ্দিন আলী। তার মৃত্যুতে সংগীত জগতের অপুরণীয় ক্ষতি হয়েছে।
মন্ত্রী প্রয়াত আলাউদ্দিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।