আজগর পাঠান, কালীগঞ্জ : কালীগঞ্জে আবারও ঘটেছে সড়ক দুর্ঘটনা।বুধবার বিকেল ৪ টা সময় টঙ্গী টু ঘোড়াশাল সড়কের নলছাটাতে শাহ সিমেন্টের একটি মিক্সার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উত্তর পশে খাদে (বিলের পানিতে) পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।
একইসাথে ঘটনাস্থলে উপস্থিত হন কালীগঞ্জ ফায়ার সার্ভিস টিম।সরেজমিনে গিয়ে দেখা যায়,ট্রাকটি সড়কের উত্তর পাশে উল্টে পড়ে আছে এবং ট্রাকের হেল্পারের পা দরজার সাথে অটকে আছে।এমতাবস্থায় থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম প্রয়োজনীয় উদ্ধারযন্ত্রের মাধ্যমে ট্রাকের হেল্পারকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খোঁজ নিয়ে জানা যায় আহত ব্যক্তির নাম বিপুল(২৮),পিতা-ফুল মিয়া,রংপুরের মিঠাপুকুর থান এলাকার বাসিন্দা,জীবন-জিবীকার জন্য তিনি শাহ সিমেন্টের মিক্সার ট্রাকে হেল্পারের কাজ করেন। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ আতিকুজ্জামান বলেন আহত বিপুল(২৮) তার পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।আমরা তার চিকিৎসা দিচ্ছি এবং বর্তমানে তিনি আশংকা মুক্ত রয়েছেন। কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: আব্দুল হালিম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আমরা ঘটনা স্থলে উপস্থিত হই এবং কালীগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম মিলে, ট্রাকের হেল্পার বিপুলকে উদ্ধার করতে সক্ষম হই।দুর্ঘটনার কারণ জানতে চাইলে,মো: আব্দুল হালিম বলেন,আমরা যতটুকু শুনেছি এবং অনুমান করতে পারছি মিক্সার ট্রাকটিতে অতিরিক্ত পরিমাণে লোড ছিলো। যার কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক বলেন,ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং আমরা পুলিশ ও ফায়ার সার্ভিস টিম যৌথ ভাবে ট্রাকে আটকে যাওয়া হেল্পার বিপুল কে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই,বিপুল এখন চিকিৎসাধীন অবস্থায় আছে।আর মিক্সার ট্রাকটি উঠাতে ক্রেনের প্রয়োজন,তাই আগামীকাল ক্রেনের মধ্যমে ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হবে।