নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:‘আন্তর্জাতিক নৌ দিবস’র নতুন নামকরণ করা হয়েছে ‘বিশ্ব নৌ দিবস’। একই সঙ্গে দিবসটির শ্রেণি পরিবর্তন করা হয়েছে। এতে দিবসটির গুরুত্ব আরও বাড়ল।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক নৌ দিবসকে বিশ্ব নৌ দিবস হিসেবে অভিহিতকরণ এবং দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন-সংক্রান্ত পরিপত্রের ‘গ’ শ্রেণির পরিবর্তে ‘খ’ শ্রেণিতে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ-সংক্রান্ত প্রস্তাবটি অনুমোদনের কথা জানান। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে আন্তর্জাতিক নৌ দিবস পালিত হয়ে আসছে।
তিনি বলেন, ‘গ’ শ্রেণির দিবসে খরচ একটু কম করা যায়, এখন একটু বেশি করা যাবে। এটুকুই পার্থক্য। বড় পরিসরে সাত দিনব্যাপী এটা উদযাপন করা হবে।