ক্রীড়া প্রতিবেদক: মহামারি করোনাভাইরাসের কারণে লম্বা সময় খেলাধুলার বাইরে ছিল বিভিন্ন ফেডারেশনের অ্যাথলেটরা। সম্প্রতি দশ শর্ত মেনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খেলাধুলা চালুর অনুমতি দিয়েছে। সেগুলো মেনে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশন আয়োজন করতে যাচ্ছে প্রতিযোগিতা।
সেপ্টেম্বরের ৩ তারিখ থেকে শুরু হবে ‘ওয়ালটন রেফ্রিজারেটর আন্তঃজেলা পুমসে তায়কোয়ান্ডো প্রতিযোগিতা-২০২০’। যেখানে বিভিন্ন জেলার খেলোয়াড়রা অংশ নিবেন।
এ বিষয়ে বাংলাদেশ তায়কোয়ান্ডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা বলেন, ‘ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী মাসের ৩ তারিখ থেকে জাতীয় ক্রীড়া পরিষদে শুরু করতে যাচ্ছি আন্তঃজেলা পুমসে তায়কোয়ান্ডো প্রতিযোগিতা। যেখানে ক্রীড়া মন্ত্রণালয়ের দেওয়া শর্তগুলো শতভাগ মানা হবে। পুমসে একটা একক প্রতিযোগিতা। যেখানে সামাজিক দূরত্ব যথাযথভাবে মানা যায়। এ ছাড়া এই প্রতিযোগিতায় আমরা কোনো দর্শক প্রবেশের অনুমতি দিবো না। কারো সঙ্গে কোনো গেস্ট আসতে পারবে না। এ ছাড়া প্রত্যেককে বলে দেওয়া হয়েছে যে যাদের জ্বর কিংবা সর্দি-কাশি আছে তারা যেন নিবন্ধন না করে। আর যারা অংশ নিবে তাদের অবশ্যই মুখে মাস্ক ও হাতে গ্লাভস থাকতে হবে। অবশ্যই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার থাকতে হবে।’
কতজন অংশ নিবে এবং কি কি পুরস্কার থাকবে? এ বিষয়ে রানা বলেন, ‘আমাদের অন্যান্য প্রতিযোগিতায় তো ৭০০-৮০০ প্রতিযোগী অংশ নেয়। তবে এবারের প্রতিযোগিতাটি হবে সীমিত পরিসরে। আশা করছি ১০০ থেকে ২০০ জন অংশ নিবে। বিজয়ীদের মেডেল ও ট্রফি দেওয়া হবে।’
প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতা করার বিষয়ে ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘মাতৃতুল্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি, খেলাধুলা আয়োজনে কতগুলো শর্ত দিয়েছেন। সেগুলো মেনে সীমিত পরিসরে খেলাধুলা আয়োজনের অনুমতিও দিয়েছেন। সে জন্য তাদের সাধুবাদ জানাই। ক্রীড়া মন্ত্রণালয়ের নির্ধারিত শর্তগুলো পুরোপুরিভাবে মেনেই এই প্রতিযোগিতা আয়োজন করা হবে। আসলে খেলোয়াড়দের ইমিউনিটি বাড়ানোর জন্যও খেলাধুলা আয়োজন করা দরকার। সে কারণেই বরাবরের মতো তায়কোয়ান্ডো প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত হয়েছি। অনেকদিন বিরতির পর এমন প্রতিযোগিতায় খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ দিতে পারবো এটা ভেবে ভালো লাগছে। আশা করছি যথাযথভাবে প্রতিযোগিতাটি আয়োজন করতে পারবো।’
এই প্রতিযোগিতার সহযোগিতায় থাকবে ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। মিডিয়া পার্টনার এটিএন বাংলা ও এটিএন নিউজ। রেডিও পার্টনার রেডিও টুডে। আর অনলাইন পার্টনার দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম।