আজগর হোসেন পাঠান, কালীগঞ্জ ,গাজীপুর ; কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩১ বছরের ঐতিহ্যবাহী মাঠে খেলার উপযোগী পরিবেশ গড়ার লক্ষ্যে মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজে নেমেছে উপজেলা ছাত্রলীগ। মাঠের চারপাশ আগাছায় ভরপুর। নোঃরা ময়লা আবর্জনায় ভাগাড়ে পরিপূর্ণ মাঠটি। মাঠের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ও খেলার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা ও সাধারন সম্পাদক ওয়াহিদ হাসানের নেতৃত্বে পরিচ্ছন্ন কাজ শরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। প্রখর রোদে ঘাম ঝরিয়ে দুপুর পর্যন্ত তারা চালিয়ে যায় মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজ। ছাত্রলীগের এই ব্যতিক্রমধর্মীয় কাজকে সাধুবাদ জানিয়ে তাদের সাথে একাতœতা প্রকাশ করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। তিনিও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মাঠের পরিবেশ রক্ষায় মাঠ পরিচ্ছন্ন কাজে নেমে পড়েন। স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ রাজা রাজেন্দ্র নারায়ণ (আর.আর.এন) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৩১ বছরের ঐতিহ্যবাহী মাঠের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এক সময় ফুটবল খেলোযাড়দের পদচারণে মাঠে দর্শক সমাগম ছিল ভরপুর। এই মাঠে খেলাধুলা করে জাতীয় ফুটবল দলসহ দেশের প্রথম বিভাগের নামিদামি অনেক ক্লাবে খেলেছেন অনেকে। কালের পরিক্রমায় মাঠের ঐতিহ্য আর সৌন্দর্য ভেস্তে যায়। খেলার উপযুক্ত পরিবেশ না থাকায় ফুটবল নিয়ে কাউকে মাঠে নামতে দেখা যায় না। অযত্ম অবহেলায় মাঠটি চারণভূমিতে পরিণত হয়ে পড়ে। মাঠের চারপাশ আগাছায় ভরে যায়। স্থানীয় বাজার ও হোটেলের ময়লা আবর্জনা ফেলে মাঠের পরিবেশ বিনষ্ট করে অসচেতন মানুষ। মাঠের পূর্ব পাশে রয়েছে শহীদ মিনার। ময়না আবর্জনা থেকে রক্ষা পায়নি শহীদ মিনারটিও। মাঠের উত্তর-পূর্ব কোনায় রয়েছে উপজেলা ক্রীড়া সংস্থার ক্লাব। তার আশেপাশে আগাছা জন্মিয়ে সৌন্দর্য বিনষ্ট হতে থাকে। মাঠের সৌন্দর্য ফিরিয়ে আনতে এবং খেলার পরিবেশ সৃষ্টির উদ্যোগী হন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ। মঙ্গলবার সকালে মাঠের আশেপাশের ময়লা আবর্জনা সরিয়ে এবং আগাছা কেটে পরিস্কার পরিচ্ছন্ন কাজে নেমে পড়েন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লা বলেন, যুব সমাজকে খেলাধুলায় মনোনিবেশ করতে পারলে সমাজ স্বচ্ছ হবে। পাইলট স্কুল মাঠের খেলার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজে নেমেছে উপজেলা ছাত্রলীগ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, ঐতিহ্যবাহী পাইলট স্কুল মাঠের আগের ঐতিহ্য ফিরিয়ে এনে দামাল ছেলেদের হাতে মাঠটি বুঝিয়ে দিতে চাই। ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠ পরিস্কার পরিচ্ছন্ন কাজে নামায় তাদের সাধুবাদ জানায়। মাঠের সৌন্দর্যবর্ধনের জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে মাঠের তিনপাশে বিভিন্ন জাতের চারা গাছ রোপন করা হয়েছে। কেউ যেন বাইরে থেকে মাঠের আশেপাশে ময়লা আবর্জনা না ফেলতে পারে সেই জন্য ভাঙ্গা দেয়াল মেরামত করা হয়েছে। মাঠের এক কোনায় বসানো হচ্ছে একটি সিসি ক্যামেরা। যারা মাঠে ময়লা আবর্জনা ফেলবে এবং মাঠের পরিবেশ বিনষ্ট করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।