নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাস প্রতিরোধে প্রতিরক্ষা বিভাগে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিয়েছে অস্ট্রেলিয়ান দূতাবাস।
শনিবার (২৯ আগস্ট) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনারের জেরেমি ব্রুয়ার সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমানের হাতে পিপিইর একটি চালান উপহার হিসেবে তুলে দেন।
দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা বিভাগের অর্থায়নে ও প্রতিরক্ষা সহযোগিতা কার্যক্রমের আওতায় দেওয়া পাঁচ টন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে ১২ হাজার উচ্চমান সম্পন্ন কভারল স্যুট ও দুই লাখ গ্লাভস।
এই সময় অস্ট্রেলিয়ার হাইকমিশনার বলেন, বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সশস্ত্র বাহিনী মুখ্য অগ্রযোদ্ধা হিসেবে কাজ করছে। এই অবদান অস্ট্রেলিয়া ও বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর মাঝে সুদৃঢ় সম্পর্কের প্রতিফলন করে থাকবে।