জ্যেষ্ঠ প্রতিবেদক: কাতারের দোহা রুটে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) থেকে ফের ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ বিমান।
বিমান সূত্র জানায়, সপ্তাহে বৃহস্পতিবার ও সোমবার দোহা-ঢাকা দুটি ফ্লাইট পরিচালিত হবে।
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। পরে ১ জুন থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় সংস্থাটি। তখন থেকে অভ্যন্তরীণ কয়েকটি রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে বিমান। পরে পর্যায়ক্রমে দুবাই, লন্ডন ও কুয়ালালামপুর রুটে ফ্লাইট চালু করে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি।
এদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম মো.কামরুল ইসলাম রাইজিংবিডিকে জানান, ঢাকা-দোহা রুটে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে এয়ারলাইন্সটি। গত ৯ সেপ্টেম্বর থেকে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।