জ্যেষ্ঠ প্রতিবেদক: আজ শুভ মহালয়া। পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব হয়। পিতৃপক্ষ শেষে দেবীপক্ষের দিকে যাত্রা শুরু করে।
প্রতি বছর মহালয়ার ৬ দিন পর দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও এবার মল মাসের (বলা হয় এ মাসে কোনো শুভ কাজ করা উচিত না) কারণে ৩৫ দিনপর ২২ অক্টোবর মহাষষ্ঠীতে শুরু হবে শারদীয় দুর্গাপূজা।
করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে মহালয়ার আনুষ্ঠানিকতা পালন করছে হিন্দু ধর্মাবলম্বীরা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টায় প্রদীপ প্রজ্বলন, ঘট স্থাপন ও বিশেষ পূজা শুরু হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। এসময় দেবী দুর্গাকে আহ্বান জানানোর পাশাপাশি মহিষাসুরমর্দিনী গীতিনাট্য মঞ্চস্থ হয়।
এদিকে, রমনা কালীমন্দির ও গুলশান পূজা কমিটিও ভোরে বিশেষ অনুষ্ঠান করে। মহালয়ায় চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে মর্ত্যলোকে ভক্তরা আহ্বান জানান দুর্গতিনাশিনী দশভুজাকে।
সনাতন ধর্মে বলা হয়েছে, পিতৃপক্ষে প্রয়াত আত্মারা স্বর্গ থেকে মর্ত্যলোকে আসেন। এদিন মৃত আত্মীয়-পরিজন ও পূর্বপুরুষদের আত্মার মঙ্গল কামনা করেন অনেকে।