রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:০৫ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গুমের মামলায় ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতে যৌন হয়রানির শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার, যুবক গ্রেপ্তার জর্জিয়ার সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, দেশত্যাগে নিষেধাজ্ঞা শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন সেচ্ছাসেবক দল সরকার জুলাই সনদের আলোকে রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারবদ্ধ : আদিলুর দায়িত্ব পালনে কোনো দুর্নীতি করিনি, হাজিদের আট কোটি টাকা ফেরত দিয়েছি: ধর্ম উপদেষ্টা ‘প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বিচার বিভাগের আলাদা সচিবালয়’ কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ড তদন্তে ৪ রাষ্ট্রের তদন্ত সংস্থা কাজ করবে — স্বরাষ্ট্র উপদেষ্টা গণতান্ত্রিক ভবিষ্যতের অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র

পাবজি মোবাইলের রয়্যাল পাসের নতুন সিজন উন্মুক্ত

  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৮ বার পঠিত

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক: পাবজি মোবাইল বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম। প্রায়ই নতুন চ্যালেঞ্জ, ফিচার বা সিজন এনে এই গেমটি জনপ্রিয়তায় অন্যসব গেমকে টেক্কা দিচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার গেমটির রয়্যাল পাসের নতুন সিজন উন্মুক্ত করা হয়েছে।

বেশ কিছুদিন থেকেই গেমটির নতুন সিজনের জন্য (সিজন ১৫) অপেক্ষা করছিল প্লেয়াররা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এলো রয়্যাল পাস সিজন ১৫। নতুন এই সিজনের নাম দেয়া হয়েছে ‘বিয়ন্ড এ.সি.ই’।

পাবজি মোবাইলের রয়্যাল পাস সিজন ১৫ ‘বিয়ন্ড এ.সি.ই’তে নতুন পোশাকের এয়ারড্রপস সহ আরো বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। প্লেয়াররা নিজেদের কাস্টমাইজ করতে আটটি ব্র্যান্ড-নিউ পোশাক আনলক করতে পারবেন।

রয়্যাল পাস সিজন ১৫ এ ক্লাসিক পোশাকে অসাধারণ পরিবর্তনের পাশাপাশি নতুন এমন সব পোশাক এবং গিয়ার স্কিন দেয়া হয়েছে, যা আগে কখনোই দেখা যায়নি। নতুন এই সিজনটিতে গেমের বিভিন্ন চ্যালেঞ্জগুলো শেষ করার মাধ্যমে, প্লেয়ারদের জন্য বিশেষ থিমযুক্ত পুরস্কার অর্জনের সুযোগ রয়েছে, যার মাধ্যমে প্রথমবারের মতো পাবজি’র মূল চরিত্রের পোশাক আপগ্রেড করারও সুযোগ মিলবে।

সিজন ১৫-এ কালেক্টেবল পুরস্কার ছাড়াও, গেমের আংশিক ব্যবহারকারীর ইন্টারফেস এবং রিওয়ার্ড ডিসপ্লে আপগ্রেড করা হয়েছে। বুকমার্কগুলোও এখন স্থানান্তরিত হয়েছে এবং প্লেয়াররা লেভেল ও অসংগৃহীত উভয় পুরস্কারের জন্যই ব্রাউজ করতে পারবে। এছাড়া ভাউচার উইন্ডোতে সরাসরি ভাউচার কেনা যাবে এবং সিজনগুলোর মধ্যে অর্জিত আরপি পয়েন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে সাধারণ পয়েন্ট কার্ডে রূপান্তরিত হবে।

পাবজি মোবাইলের সাবস্ক্রিপশন অপশনে বেশ কিছু বিষয় আপগ্রেড পাওয়া যাচ্ছে। যার মধ্যে রয়েছে- প্লাস সাবস্ক্রিপশন পুরস্কারগুলো এখন একটি ৯০০ইউসি ভাউচারের পরিবর্তে তিনটি ৩০০ইউসি ভাউচার দিয়ে পাওয়া যাবে। আরপি পয়েন্টের জন্য নতুন নোটিফিকেশন যুক্ত করা হয়েছে।

গেমটির নতুন ১.০ ভার্সন আসার কয়েকদিনের মধ্যেই এবার রয়্যাল পাস সিজন ১৫ উন্মুক্ত করা হলো। ১.০ ভার্সনের মধ্যে রয়েছে মনোমুগ্ধকর ভিজ্যুয়াল, নতুন ইউএক্স, ৯০-এফপিএস-এ উপভোগ করার সুযোগ সহ নতুন ইরাঙ্গেল ম্যাপস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com