শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:২১ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ ইউক্রেনের আরেকটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিথ্যাচারের মাধ্যমে মানুষের নজর ঘোরানোর সুযোগ নেই: আমীর খসরু বাংলাদেশ-মিশর বাণিজ্য জোরদারে বৈঠক: নতুন সম্ভাবনা খুঁজছে দুই দেশ

নারায়ণগঞ্জে ২ বছরের শিশুকে অপহরণ করে ধরা পড়লো দম্পতি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৩৮ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে অপহরণের তিন দিন পর ২ বছরের শিশু আবদুল্লাহকে উদ্ধার করেছে র‌্যাব। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরের লক্ষণখোলা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। শিশু অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযাগে ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব ১১ সদর দফতর আদমজী কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ সিও লে. কর্নেল খন্দকার সাইফুল আলম এসব তথ্য জানান।

র‌্যাব জানায়, অপহরণের শিকার শিশুটির বাবা মিজানুর রহমান পেশায় একজন পিকআপ ভ্যান চালক। মিজানুর রহমান ও অপহরণকারী ইমরান হোসেন বাবু গত এক বছর ধরে সিদ্ধিরগঞ্জে মিজমিজি পাইনাদী এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকতেন। মিজানুর রহমান পিকআপ ভ্যান চালানোর উদ্দ্যোশে বাসা থেকে বের হলে এবং তার স্ত্রী সাংসারিক কাজে ব্যস্ত থাকার সুযোগে গত ২৬ সেপ্টেম্বর বিকালে ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগম কৌশলে শিশু আবদুল্লাহকে অপহরণ করে পালিয়ে যায়। পরে মোবাইল ফোনে শিশুটির বাবা-মাকে কান্নার আওয়াজ শুনিয়ে মোটা অংকের মুক্তিপণ দাবি করে। মুক্তিপণ না দিলে শিশুটিকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

শিশুরা বাবা মিজানুর রহমান র‌্যাব ১১ অভিযোগ দিলে র‌্যাব তথ্যপ্রযুক্তি ব্যবহার করে বন্দরের লক্ষণখোলা এলাকা অপহরণকারী ইমরান হোসেন বাবু ও তার স্ত্রী সানজিদা বেগমকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ইমরান হোসেনের বোনের বাড়ি থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করা হয়। দুপুরে র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে শিশুটিকে বাবা-মার কাছে ফিরিয়ে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com