নিউজ ডেস্ক: কাতার প্রবাসী বাংলাদেশি ও ভিনদেশি অভিবাসীদের মানসম্পন্ন খাবারের স্বাদ দিতে ভিন্নরকম উদ্যোগ নিয়েছে বাংলাদেশি মালিকানাধীন ঘরোয়া রেস্টুরেন্টের প্রতিষ্ঠান তুর্কি ফুডস। কাতারের রাজধানী দোহা মুগলিনা এরিয়াতে এই রেস্টুরেন্টের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কাতার প্রবাসী বাংলাদেশি বেলায়েত হোসেন আরজু, আলাউদ্দিন ভূঁইয়া ও মোহাম্মদ ফাহাদ।
এই সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- কাতারের বাংলাদেশ কমিউনিটির সভাপতি আনোয়ার হোসেন আকন, কমিউনিটির সিনিয়র নেতা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।
উদ্বোধন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত শেষে রেস্টুরেন্টের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়।