বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: ঈদ উপলক্ষে দেশীয় টিভি চ্যানেলগুলো বর্ণিল আয়োজন নিয়ে হাজির হয়। সেই ধারাবাহিকতায় আসছে রোজা ঈদে বেসরকারি টিভি চ্যানেল বৈশাখী টেলিভিশন ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে।
চ্যানেলটিতে চাঁদ রাতের বাংলা সিনেমা হিসেবে ‘অন্তরে অন্তরে’ প্রচার হবে রাত ১২টায়।
সালমান শাহ ও মৌসুমী জুটির ছবিটিতে আরও অভিনয় করেছেন আনোয়ারা, রাজীব প্রমুখ। এর পরিচালক শিবলী সাদিক।
চাঁদরাতে মেগা নাটক ‘বাটি চালান’ প্রচার হবে রাত ৮ টায়। বিশেষ একক নাটক ‘হোম মিনিস্টার’ প্রচার হবে রাত ১১ টায়। আ খ ম হাসান, নাদিয়া, কাজী উজ্জল, নুসরাত লিয়া, বিমল ব্যানার্জী প্রমুখ অভিনীত এ নাটকটি পরিচালনা করেছেন দেলোয়ার হোসেন দিল।
ঈদের একক নাটক
ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক। তারমধ্যে ঈদের দিন প্রচার হবে ‘ভাবীর দোকান’, ঈদের ২য় দিন ‘বরিশাল টু ঢাকা’, ঈদের ৩য় দিন ‘মন্টু মিয়ার মটর সাইকেল’, ঈদের ৪র্থ দিন ‘মেইড ইন ফরেন-৪’, ঈদের ৫ম দিন ‘লেডিস সু’, ঈদের ৬ষ্ঠ দিন ‘জ্যোতিষ জাফর’, ঈদের ৭ম দিন ‘বউ বাধ্য পাত্র চাই’ প্রচার হবে।
ঈদের ধারাবাহিক নাটক
ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে নায়িকা পপি অভিনীত ‘নায়িকার বিয়ে-২’ প্রচার হবে। প্রতিদিন রাত ৭টা ৩০ মিনিটে ‘বউয়ের দোয়া পরিবহন-২’, প্রতিদিন রাত ৯টা ১০ মিনিটে ‘আয়না মতি’ এবং রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ‘ঈদ বোনাস’ ধারাবাহি নাটকটি।
ঈদের সিনেমা
প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে ঈদ উপলক্ষে বাংলা সিনেমা। তারমধ্যে দর্শক ঈদের দিন দেখবেন ‘মন যেখানে হৃদয় সেখানে’, ঈদের ২য় দিন ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ঈদের ৩য় দিন ‘সন্তান আমার অহঙ্কার’, ঈদের ৪র্থ দিন ‘আব্বাজান’, ঈদের ৫ম দিন ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ঈদের ৬ষ্ঠ দিন ‘শুভ বিবাহ’, ঈদের ৭ম দিন ‘আমি জেল থেকে বলছি’ সিনেমা।
মেগা নাটক
প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচার হবে কয়েকটি মেগা একক নাটক। সেখানে ঈদের দিন দেখা যাবে ‘খোকা কঞ্জুস’। এছাড়াও ঈদের ২য় দিন ‘হাইপ্রেসার-২’ ঈদের ৩য় দিন ‘বউয়ের দোয়া পরিবহন’ ঈদের ৪র্থ দিন ‘নায়িকার বিয়ে’, ঈদের ৫ম দিন ‘কিডস সোলায়মান-২’ ঈদের ৬ষ্ঠ দিন ‘মিস আমলাপাড়া’, ঈদের ৭ম দিন ‘চশমা পরিবার’ নামের নাটকগুলো প্রচার হবে।
বৈশাখী টেলিভিশনে ঈদ আয়োজনে থাকবে বিশেষ সংগীতানুষ্ঠানও। ‘বৈশাখীর সকালের গান’ শিরোনামে প্রতিদিন সকাল ৮টা ১৫ মিনিটে প্রচার হওয়া অনুষ্ঠানে গান করবেন শবনম প্রিয়াংকা, নদী, চম্পা বনিক, মুহিন, লিজা, ঝিলিক।
বৈশাখী টিভির স্টুডিওতে রেকর্ডকৃত গানের অনুষ্ঠানে গাইতে দেখা যাবে সৈয়দ আবদুল হাদী, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, সুবীর নন্দী ও ফোক সম্রাজ্ঞী মমতাজ।
এছাড়াও থাকবে কমেডি শো ‘ফানি মোমেন্ট’, শিশুদের নিয়ে ঈদের বিশেষ নৃত্যানুষ্ঠান ‘ইচ্ছে ঘুড়ি’সহ আরও অনেক কিছু।