বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

নারায়ণগঞ্জে ওসি কামরুলের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ২০০ বার পঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ৪৯ হাজার পিস ইয়াবা পাচারের মামলায় নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলামের জামিন নামঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত।

রবিবার (১ নভেম্বর) দুপুরে আসামি পক্ষের আইনজীবী নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। পরে বিচারক আনিসুর রহমান জামিনের এ আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চত করেছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওয়াজেদ আলী খোকন। তিনি জানান, নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ওসি কামরুল ইসলাম ইয়াবা পাচারের মামলায় আজও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে করাগারে প্রেরণ করেন।

এর আগে, ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজ্ঞ আদালতে এসে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ৭ মার্চ ডিবি পুলিশ নারায়ণগঞ্জ সদর থানার এএসআই মোহাম্মদ সরওয়ার্দীর বাসা থেকে ৪৯ হাজার পিস ইয়াবা ও ৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় বন্দর থানায় মামলা হয়। মামলা নং ২৪(৩)১৮।
এরপর ওই মামলার আসামি নারায়ণগঞ্জ থানার পুলিশ সদস্য আসাদুজ্জামান ও এএসআই মোহাম্মদ সরওয়ার্দী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, এটি তারা নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে করেছেন। তার নির্দেশেই টাকা ও ইয়াবা রেখে আসামিদের ছেড়ে দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com