রবিবার, ২১ এপ্রিল ২০২৪, ০৪:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
পিরোজপুরে তিন উপজেলায় চেয়ারম্যান পদে জিয়াউল গাজী সহ ১০ প্রার্থীর মনোয়নপত্র দাখিল উত্তরায় ট্রাফিক পুলিশের মাঝে ওরস্যালাইন বিতরণ। পাঁচশত টাকায় স্ত্রীকে বন্ধ, গনধর্ষনের স্বীকার স্ত্রী,স্বামী সহ আটক-৪ বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-ডিপজলের জয়জয়কার গাজীপুরে জব্দ করা অবৈধ চিনি পেল এতিমরা বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২০ এপ্রিল) আইপিএলের মাঝে দল ছেড়ে ‘পালালেন’ অশ্বিন, পাওয়া গেল জঙ্গলে! প্রচণ্ড গরমে হাঁসফাঁস, আগামী দুদিন যেমন যাবে আবহাওয়া দক্ষিনখানে ১৪ বছরের রায়হানকে হত্যাচেষ্ঠা,মামলার ১৩ দিনেও গ্রেফতার হয়নি আসামী

হাসপাতালে অক্সিজেনের অভাবে শিশুর মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০
  • ১৭৬ বার পঠিত

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে ফালাক নামে ১০ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যুর অভিযোগ করেছেন স্বজনরা। রবিবার সকালের দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডে ওই শিশুর মৃত্যু হয় বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্বাবধায়ক নাদিরুল আজিজ চপল।

ওই শিশু ঠাকুরগাঁও পৌরশহরের আশ্রমপাড়া এলাকার ফয়সাল শুভর মেয়ে। ফয়সাল শুভ বলেন, নিরবিচ্ছিন্ন অক্সিজেন না পেয়ে আমার মেয়ের মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হৃদরোগ নিয়েই আমার বাচ্চার জন্ম হয়। এ জন্য অল্পতেই তার শ্বাসকষ্ট হয়। ঠান্ডা লাগার কারণে শনিবার রাতে হঠাৎ করে আমার বাচ্চার শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিক শহরের একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানে অক্সিজেন না থাকায় রাত ১০টার দিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করা হয় এবং শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজনে দেখানো হয়।

তিনি বলেন, ডা. শাহজাহান নেওয়াজ পরামর্শ দেন বাচ্চাটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার জন্য। পরে ওই চিকিৎসক হাসপাতাল থেকে চলে যান।

ওই শিশুর বাবা ফয়সাল শুভ আরো বলেন, কিছুক্ষণ অক্সিজেন দেওয়ার পর সিলিন্ডারে অক্সিজেন শেষ হয়ে যায়। এরপর শিশু ওয়ার্ডে কর্মরত নার্স ও ওয়ার্ডবয়দের বলা হয় অন্য অক্সিজেন সিলিন্ডার দেওয়ার জন্য। এভাবে কয়েকটি সিলিন্ডার পরিবর্তন করা হয়। রবিবার সকাল ৬টার দিকে হাসপাতালে এসে দেখি আমার বাচ্চার প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। ৮টার দিকে নিরবিচ্ছিন্নভাবে অক্সিজেন না পাওয়ায় চোখের সামনেই আমার বাচ্চার মৃত্যু হয়।

হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ বলেন, রাতে বাচ্চাটি হাসপাতালে আনা হয়। তার শারীরিক অবস্থা দেখে তাৎক্ষণিক রংপুরে রেফার্ড করা হয়, কিন্তু তার স্বজনরা বাচ্চাটিকে নিয়ে যাননি। তারপরও আমরা হাসপাতাল থেকে অক্সিজেনের ব্যবস্থা করেছি বাচ্চাটি দেওয়ার জন্য।

নিরবিচ্ছন্নভাবে অক্সিজেন না পাওয়ায় বাচ্চাটির মৃত্যু হয়েছে স্বজনদের এমন অভিযোগ প্রসঙ্গে ডা: শাহজাহান নেওয়াজ বলেন, হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নেই। এতে আমাদের কোনো ধরনের গাফিলাতি নেই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com