নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আমিনের নিজস্ব অর্থায়নে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসানের পক্ষে অসহায়, দরিদ্র পরিবারের মাজে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
আজ রবিবার ৬নং সেক্টরে উত্তরা গার্লস হাই স্কুল এন্ড কলেজের মাঠে ৬০০ অসহায়, দরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী তুলে দেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান এমপি।
উত্তরা পূর্ব থানা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান এমপি।
প্রধান অথিতির বক্তব্যে ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিব হাসান এমপি বলেন, বাংলাদেশের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এ দেশ খাদ্যে স্বয়ং সম্পুর্ন হয়েছে, দেশ দুর্বার গতিতে উন্নত হচ্ছে, সেই দেশে কোন লোক না খেয়ে থাকবেনা। প্রধান মন্ত্রীর নির্দেশনা মেনে ঢাকা ১৮ আসনে প্রতিদিন বিভিন্ন এলাকায় আসহায়, দরিদ্র ও কর্মহীন লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মহামারি করোনায় খাদ্য সামগ্রী নিয়ে অসহায় লোকদের সহায়তায় এগিয়ে আসায় উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আমিনকে ধন্যবাদ জানান হাবিব হাসান এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমানবন্দর থানা আওয়ামী লীগেরসভাপতি শাহজাহান আলী মন্ডল, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মতিউর হক মতি, উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগ নেতা মিলটন আশরাফী, তানভীর শুভ, উত্তরা পূর্ব থানা ছাত্রলীগের সভাপতি আল-আমিন প্রধানসহ অঙ্গ সংঘঠনের নের্তৃবৃন্দ।
আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নূরুল আমিন বলেন, “মানুষ মানুষের জন্য ” করেনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় ও কর্মহীন মানুষের জন্য এ ধরনের বিভিন্ন সহায়তা কার্যক্রম আমরা অতিতেও করেছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।