আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে এবার করোনা লাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শুক্রবার পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) এ তথ্য জানিয়েছে।
যুক্তরাজ্যে সম্প্রতি করোনার ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়েছে। এর আগে দেশটিতে কেন্ট ভ্যারিয়েন্টের সংক্রমণ ছিল।
পিএইচই জানিয়েছে, যে ছয় জনের মধ্যে লাম্বডা ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে তারা সবাই বিদেশ ভ্রমণ করেছিলেন। এদের মধ্যে চার জনের লন্ডনের, এক জন ইংল্যান্ডের এবং এক জন ওয়েস্ট মিডল্যান্ডসের বাসিন্দা।
সংস্থাটি আরও জানিয়েছে, লাম্বডা ভ্যারিয়েন্ট গুরুতর অসুস্থতা ঘটাতে পারে বলে কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। এছাড়া করোনার টিকার কার্যকারিতা এটি হ্রাস করতে পারে বলে কোনো প্রমাণও পাওয়া যায়নি।
করোনার লাম্বডা ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ল্যাটিন আমেরিকার দেশ পেরুতে। বিশ্বের ২৫টি দেশে বর্তমানে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এই মুহূর্তে ল্যাটিন আমেরিকায় ব্যাপক হারে সংক্রমণ ঘটিয়ে চলছে এই ভ্যারিয়েন্ট।