নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিন দিনের সীমিত লকডাউন যা চলবে আগামী বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা পর্যন্ত। এরপর শুরু হবে কঠোর লকডাউন।
এ অবস্থায় কঠোর লকডাউন নিয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার (২৯ জুন) বিকেলে এ কথা জানিয়েছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, ‘আগামীকাল বুধবার (৩০ জুন) দুপুরে ডিএমপি’র মিডিয়া সেন্টারে করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।