বগুড়া প্রতিনিধি : বগুড়ায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩৮৬ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৫২ জন। এই নিয়ে এখন পর্যন্ত জেলাটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭১২ জনে।
জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন আজ মঙ্গলবার (২৯ জুন) বিকালে এ তথ্য জানান।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত
বগুড়ায় ৩৬৮টি নমুনা পরীক্ষায় ১৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪১ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন ৫৯ জন। এছাড়া বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চার নারীসহ সাতজন। এদের মধ্যে বগুড়ার তিনজন। বাকিরা পাবনা, নওগাঁ, রংপুর ও জয়পুরহাট জেলার।
সূত্রটি আরও জানায়, এ জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৩ হাজার ৭১২ জন। ১২ হাজার ৫৫১ জন সুস্থ হয়েছেন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ৭৭৫ জন করোনা আক্রান্ত রোগী।