নিউজ ডেস্ক : ভারতে উত্তর প্রদেশে প্রত্ম-ত্বত্ত একটি গ্রামে সেলুন চালান দুেই বোন। বাবা খুবই অসুস্থ। ২০১৪ সালে পর বাবা খুবই অসুস্থ হয়ে গেলে, সংসারের সকল দায়িত্ব এসে পরে এই দুই বোনের উপরে।
উপায় না পেয়ে সংসারের হাল ধরতে মেয়ে থেকে ছেলে সেজে সেলুন দোকান দেন তারা। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের প্রত্ব-ত্বত্ত একটি গ্রামে।
ভারতের এক গন মাধ্যম জানান সেলুনে কাজ করা একজন বোনের নাম জুতি কুমারি, আর একজন হলেন নেহাদি। সম্প্রতি ভারত সরকার তাদের সম্মানিত করেছে।
মেয়ে রুপে দাড়ি কামালে অনেকে অস্ভিত্বি বোধ করত। এমনকি এইটার জন্য আমাদের সাথে কেউ ভাল ব্যাবহার করত না। তাই নিজের চেহারার পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তারা।
পরে ছেলেদের মত করে চুল কেটে হাতের বালার উপর নাম লেখেছেন, দ্বীপক এবং রাজু। তবে গ্রামের লোকেরা তাদের আসল পরিচয় জানে। তারা সেলুনে ঘরে ৪০০ টাকা রোজগার করে থাকেন। কাজে নেমে অনেক সমালোচানর মুখে পড়তে হচ্ছে তাদের। যদিও এই সব কথা কানে না তুলে সামনে এগিয়ে যাচ্ছে তারা।