হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই জেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন- উপজেলার পুকড়া ইউনিয়নের করচা গ্রামের নগরবাসী বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব (২৮) ও কবিরপুর গ্রামের নীলকান্ত বৈষ্ণবের ছেলে বাবুল বৈষ্ণব (৪৫)।
বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, দুজন ভোর ৬টায় এলাকার হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা গেছেন। পরে স্থানীয়রা মরদেহগুলো বাড়ি নিয়ে এসেছেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ রানা জানান, নিহতদের পরিচয় মিলেছে। তাদের পরিবারকে সরকারি আর্থিক সহায়তা দেয়া হবে।