হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া গ্রাম থেকে বিজিডির ৯শ কেজি চালসহ হাসান আলী (৪৫) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে এনএসআই ও হবিগঞ্জ সদর থানার পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটায় এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক আজমল হোসেনের নেতৃত্বে এই অভিযানকালে পরিচালনা করা হয়। হাসান আলী লুকড়া গ্রামের শিরিষ আলীর ছেলে।
এনএসআই হবিগঞ্জের উপ-পরিচালক আজমল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাসান আলীর গোডাউনে অভিযান পরিচালনা করে বিজিডির চালের বস্তা জব্দ করা হয়। পরে তাকে তার বাড়ি থেকে আটক করার সময় সেখানেও আরও চাল পাওয়া যায়। হাসান আলী দাবি করেন, তিনি সরকারিভাবে বিলি হওয়া চাল লোকজনের কাছ থেকে ক্রয় করেছেন। কিন্তু দুই দিন পূর্বে সেখানে বিজিডির চাল বিতরণ হয়েছে। অল্প সময়ে এত পরিমাণ চাল তার সংগ্রহ করার কথা নয়। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযানে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশও অংশ নেয়।