ক্রীড়া প্রতিবেদক : আগামী মাসে অনুষ্ঠিতব্য এএফসি কাপ ফুটবলের নিজেদের গ্রুপের আয়োজক হওয়ার জন্য আবেদন করেছিল বাংলাদেশের বসুন্ধরা কিংস।
তবে এএফসি সেই আবেদনে সাড়া দেয়নি। অর্থ্যাৎ ‘ডি’ গ্রুপের খেলাগুলো অনুষ্ঠিত হবে মালদ্বীপে। এএফসি আজ সোমবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।
‘ডি’ গ্রুপে বসুন্ধরা কিংস ছাড়াও খেলবে ভারতের মোহনবাগান, মালদ্বীপের স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব এবং প্লে-অফ থেকে উঠে আসা একটি দল।
১৫ আগস্ট অনুষ্ঠিত হবে ভারতের ব্যাঙ্গালুরু এফসি ও মালদ্বীপের ঈগলস ক্লাবের মধ্যে প্লে আপ ম্যাচ। ওই ম্যাচের বিজয়ী দল যোগ দেবে গ্রুপ পর্বে। গ্রুপ পর্বের খেলা শুরু হবে ১৮ আগস্ট থেকে।
গ্রুপ সেরা দশটি খেলবে ইন্টার জোনাল সেমিফাইনালে।