ঢাকা : জাপান থেকে করোনাভাইরাস প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার আরও ৭ লাখ ৮১ হাজার ৩২০ ডোজ ঢাকায় পৌঁছেছে। কোভ্যাক্সের আওতায় এ নিয়ে দ্বিতীয় দফায় অ্যাস্ট্রাজেনেকার টিকা আসলো দেশে।
আজ শনিবার (৩১ জুলাই) বেলা ৩টা ১৫ মিনিটে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে টিকাগুলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরে এসব টিকা বাংলাদেশ সরকারকে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাইকি ইতো।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। এখান থেকে দফায় দফায় ৩০ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে পূর্ব এশিয়ার দেশটি।
প্রসঙ্গত, জাপান বাংলাদেশকে ৩০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে ২ লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে। আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ৬ লাখ টিকা আসার কথা আছে।