শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন নিরাপত্তার স্বার্থে আমার বৈধ অস্ত্র আছে: আসিফ মাহমুদ

পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ সাময়িক স্থগিত

  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২৬৫ বার পঠিত

বিনোদন প্রতিবেদক : গত কয়েক দিনে শোবিজ অঙ্গনের দুজন নায়িকাকে গ্রেপ্তার এবং কয়েকজন মডেল, অভিনেত্রীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে রাখার ঘটনায় তোলপাড় চলচ্চিত্র অঙ্গন। এ ঘটনায় আজ বিকেলে জরুরি বৈঠকে বসে চলচ্চিত্র শিল্পী সমিতি। বৈঠকে নায়িকা একা ও পরীমনির শিল্পী সমিতির সদস্যপদ সাময়িক স্থগিত করা হয়েছে।

নায়িকা একাকে রাজধানীর রামপুরা থেকে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় আটক করে পুলিশ। সেসময় তার বাসায় মাদকদ্রব্য পাওয়া যায়। পরে তাকে গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। একা গ্রেপ্তার হওয়ার পাঁচ দিনের মাথায় গত বুধবার পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার করার পর মাদক আইনের মামলায় এই নায়িকাকে ইতোমধ্যে রিমান্ডে নেয়া হয়েছে। এসব ঘটনায় বিব্রত চলচ্চিত্র অঙ্গনের মানুষ।

শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এ প্রসঙ্গে বলেন, ‘দুয়েকজন শিল্পীর জন্য যদি শিল্পী সমাজের সুনাম নষ্ট হয়, তাহলে সেটা মেনে নেয়া যায় না। এজন্য আমরা কার্যনির্বাহী কমিটির বৈঠক ডেকেছি। কার্যনির্বাহী কমিটির বৈঠকে একা ও পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে। সিনিয়র শিল্পীদের পরামর্শ নিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘শিল্পীরা সমাজের আইডল। তারা কাজ করবে, সবাই দেখবে। তারাই যদি অপকর্মে জড়িয়ে যায়, তাহলে তার দায়ভার সেই শিল্পীর। দুয়েকজনের জন্য সব শিল্পীকে খারাপ ভাবা কাম্য নয়।
নব্বইয়ের দশকের শেষভাগে চলচ্চিত্রে নাম লেখানো একা ৩০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে গত প্রায় এক দশক ধরে তাকে আর সিনেমায় দেখা যায়নি। আর ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্র দিয়ে অভিষেকের পর পরীমনিও ৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com