নিউজ ডেস্ক : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সব কার্যক্রম। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির কারণে জনসাধারণের সুরক্ষার জন্য সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী লকডাউন থাকায় একাডেমির সকল কার্যক্রম বন্ধ ছিল। সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী লকডাউন শেষে একাডেমির সব কার্যক্রম যথারীতি চালু আছে। সংগঠনের চহিদা অনুযায়ী নীতিমালা অনুসরণ করে মিলনায়তন, মহড়াকক্ষ, সেমিনার কক্ষ বরাদ্দ দেওয়া হচ্ছে।
এর আগে করোনাভাইরাসের কারণে জনসমাগম এড়াতে রাজধানীতে নিজেদের সব মিলনায়তন বন্ধ ঘোষণা করেছিল শিল্পকলা একাডেমি।