বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
গুম-খুন রাজনৈতিক সিদ্ধান্তে হয়েছিল: উপদেষ্টা মাহফুজ প্রধান উপদেষ্টার সঙ্গে ইনসানিয়াত বিপ্লব মহাসচিবের শুভেচ্ছা বিনিময় রুনা লায়লা প্রসঙ্গে ড. ইউনূসের সঙ্গে যে কথা হলো শাহবাজের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন –গণমাধ্যমকর্মী  মোঃ মজিবর রহমান শেখ নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় বিএনপি নেতা আমিনুল হকের টেস্টের নেতৃত্ব ছাড়লেন ব্র্যাথওয়েট, টি-টোয়েন্টির দায়িত্বে হোপ ঈদের রাতে শাকিব খানকে নিয়ে অপুর স্ট্যাটাস মালয়েশিয়ায় গ্যাস পাইপলাইনে লিক থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে : খালেদা জিয়া ঈদুল ফিতরে ড. ইউনূসকে মোদির বার্তা

মোট জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশ ফ্যাটি লিভারে আক্রান্ত

  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০১৯
  • ৪৩৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: ফ্যাটি লিভারের মূল কারণ অ্যালকোহল। এ রোগে মানবদেহের অন্যতম অঙ্গ লিভারে চর্বি জমে এবং এর কার্যক্ষমতা নষ্ট হয়। সঠিক সময়ে এর প্রতিরোধ না করলে ধীরে ধীরে লিভারের কার্যক্ষমতা লোভ পায়, যা লিভার সিরোসিস এমনকি ক্যান্সারের কারণ হয়ে দাঁড়ায়। এক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে মোট জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ এ রোগে আক্রান্ত।

বুধবার (১২ জুন) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফোরাম ফর দ্য স্টাডি অফ দ্য লিভার আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক ন্যাশ দিবস’ উপলক্ষে এক গোলটেবিল বৈঠকের মূল প্রবন্ধে এসব তথ্য জানানো হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব প্রবন্ধ উপস্থাপন করেন।

তিনি আরও বলেন, প্রাথমিক পর্যায়ের কোনও বাহ্যিক লক্ষণ না থাকায় সাধারণ মানুষ এ রোগের প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে সচেতন নয়। যার ফলে আজ বাংলাদেশে এ রোগটির প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। ২০৩০ সাল নাগাদ ফ্যাটি লিভার বা ন্যাশ বিশ্বব্যাপী লিভার প্রতিস্থাপনে অন্যতম কারণ হবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।

বাংলাদেশের লিভার বিশেষজ্ঞ ধারণা করছেন যে, এখনই এ রোগ সম্পর্কে জাতীয় পর্যায়ের পর্যাপ্ত সচেতনতা তৈরি করা সম্ভব না হলে অদূর ভবিষ্যতে এদেশের মানুষ মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। এর মধ্যে লিভার সিরোসিস ও লিভার ক্যান্সার অন্যতম।

বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সচেতন হলে আমাদের শরীরের অনেক কিছু নিয়ন্ত্রণ করা সম্ভব। আমাদের শরীর মিস্টেরিয়াস। কারণ, প্রতিনিয়ত নতুন নতুন ভাবে আমাদের শরীর আবিষ্কার হচ্ছে। আমরা যখন পড়েছি তখন ফ্যাটি লিভার বিষয়টি আমাদের বইতেই ছিল না।

আলোচনায় অংশ নিয়ে সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, কথায় কথায় বিভিন্ন ওষুধ খাওয়া একটি সমস্যা। ফ্যাটি লিভার বিষয়ে সচেতনতা ও এর জন্য যে বিজ্ঞাপন দেওয়া হবে সেটা যেন আকর্ষণীয় হয়। কারণ বিষয়গুলো গল্পের ছলে দেখলে মনে থাকে দীর্ঘ সময়। আমাদের স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি মনোজগৎকেও সুস্থ রাখতে হবে। সরকারের কাছে আহ্বান করি এই দিবসটি যেন সরকারিভাবে পালন করা হয়।

জিটিভি ও সারাবাংলার প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, অনিয়ন্ত্রিত জীবন চর্চার ফলে আমাদের বর্তমানে এই অবস্থা। ফ্যাটি লিভার উপসর্গ মানুষকে জানাতে পারছি কিনা সে বিষয়ে ভালোভাবে দেখতে হবে। ঢাকা শহরে ধুলোবালুর কারণে ফার্মেসিগুলোর যে অবস্থা তাতে করে সেখানে ওষুধের মান কতোটা ঠিক থাকে তাও এখন চিন্তার বিষয়। ডাক্তারের পরামর্শ ছাড়া টেলিভিশনে ওষুধের বিজ্ঞাপন দেওয়া যাবে না। তারপরেও কিছু কিছু বিজ্ঞাপন দেখা যায়। এ বিষয়ে সরকারের সজাগ দৃষ্টি রাখতে হয়।

গোলটেবিল বৈঠকে ফোরাম ফর দ্য স্টাডি অফ দ্য লিভার বাংলাদেশের চেয়ারম্যান শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলী শিকদার, বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com