শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::

পীরগাছায় ৫ মিনিটের ব্যবধানে দুই ডোজ টিকা

  • আপডেট টাইম : বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৫ বার পঠিত

রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগাছায় ৫ মিনিটের ব্যবধানে আছিয়া খাতুন (৭৯) নামের এক বৃদ্ধাকে দুই ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। আছিয়া খাতুন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মধ্যপাড়া এলাকার মৃত আব্দুল হকের স্ত্রী।

আছিয়া খাতুনের পুত্রবধূ রওশন আরা বলেন, সকাল ১১টার দিকে আমার শাশুড়ি ও স্বামীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর পর বুথে দ্বিতীয় ডোজ টিকার জন্য কার্ড জমা দেওয়া হয়। কার্ড ফেরত দেওয়ার পর টিকা নেওয়ার কক্ষে গেলে প্রথমে আমার শাশুড়ির ডান হাতে একটি টিকা দেওয়া হয়। এরপর আমি টিকা নিয়ে এসে দেখি আবারও ডান হাতেই তাকে টিকা দেওয়া হচ্ছে। আমার শাশুড়ি নিষেধ করার পরেও দ্রুত টিকা দেওয়া সম্পন্ন করা হয়। পরে বিষয়টি কর্তৃপক্ষকে জানালে আমার শাশুড়িকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়।

আছিয়া খাতুন বলেন, ‘আমি টিকা নিয়ে বেড়িয়ে আসছি এমন সময় গেটে দায়িত্বরত একজন জোর করে আবারও টিকা দেওয়ার রুমে নিয়ে যায়। আমি টিকা নিয়েছি বলার পরেও তারা শোনেনি। কথা বলতে বলতেই দ্রুত আরেক ডোজ টিকা দেওয়া হয়।’

বৃদ্ধার ছেলে খোরশেদ আলম বলেন, মাকে নিয়ে খুবই দুশ্চিন্তায় রয়েছি। তবে ডাক্তাররা বলেছেন কোনো সমস্যা হবে না। এখন মাকে নিয়ে বাড়িতে ফিরেছি।’

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবু আল হাজ্জাজ বলেন, ‘পরপর দুইবার টিকা নেওয়া ওই বৃদ্ধাকে প্রায় এক ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছিল। কোনো সমস্যা হয়নি। সমস্যা হলে ওই সময়ের মধ্যেই হতো। যেহেতু কোনো সমস্যা হয়নি তাই তাকে বাড়িতে পাঠানো হয়েছে।’

রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখতেছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com