নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে এক গৃহবধূকে স্বামী ও দেবরের নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযুক্ত দুজনকে আটক করেছে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, গতকাল (শনিবার) বিকালে ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। রবিবার সকালে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
আটক দুজন হলো– ওই গৃহবধূর স্বামী আমির হোসেন (৪০) এবং তার বোন হাসিনা বেগম। তারা উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়ির মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মেয়ে।
গতকাল শনিবার বিকাল ৪টায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাজারামপুর মোহাম্মদীয়া মিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। রবিবার সকাল থেকে গৃহবধূকে নির্যাতনের ভিডিওটি ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে (৩০) গতকাল শনিবার বিকাল ৪টায় স্বামী আমির হোসেন ও দেবর মো. এরশাদ চুলের মুঠি ধরে লাঠিপেটা করে এবং চড়-থাপ্পড়, লাথি ও কিলঘুষি মেরে আহত করে। গৃহবধূকে নির্যাতনের এক মিনিট ১৭ সেকেন্ডের ওই ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে। জানা যায়, আমির ও এরশাদ মাদক ব্যবসা ও ডাকাতিতে জড়িত। তাদের ভয়ে কেউ এসব বিষয়ে প্রতিবাদ করার সাহস পায় না। ঘটনার পর নির্যাতনের শিকার গৃহবধূ বাবার বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গিয়ে চিকিৎসা নিচ্ছেন।
ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িত দেবর মো. এরশাদকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।