বগুড়ার শেরপুরে সুদে টাকা লাগাতে নিষেধ করায় ধারালো বটি দিয়ে ঘুমন্ত স্বামীর গলা কেটে হত্যার চেষ্টা চালিয়েছে স্ত্রী লাকী আক্তার। এ সময় তার গোঙানির শব্দে পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে আহত তজমল হোসেনকে (৩৫)। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় এখনও শঙ্কামুক্ত নন তিনি। তাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি উপজেলার খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর বিলনোথার গ্রামের। মঙ্গলবার দুপুরের ঘটনায় শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্ত লাকী আক্তার নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ঘুমন্ত স্বামীর গলায় ছুরি চালানোর মতো কোনো ঘটনা ঘটাননি। ওইদিন তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে শক্ত ধারালো কোনো কিছু দ্বারা তার স্বামীর গলা কেটে রক্ত বের হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ এ প্রসঙ্গে বলেন, খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যাই। সেইসঙ্গে আহতের খোঁজখবর নেই। বিষয়টি তদন্তাধীন রয়েছে। তদন্তে স্ত্রী দোষী প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে আইন ব্যবস্থা নেওয়া হবে।