মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:২২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
তেজগাঁও ফার্মগেট ব্রিজের নিচে ককটেল বিস্ফোরণ  দেশে কোন জঙ্গি নেই ; স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া

সব মেয়েই বিবাহিত পুরুষ দেখলে পাগল হয়, হৃতিক বিতর্কে কঙ্গনা

  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ১৬৭ বার পঠিত

‘লক আপ’-এর রোববারের এপিসোডে কঙ্গনা রানাওয়াত ফের মুখ খুললেন হৃতিক রোশন বিতর্ক নিয়ে অভিনেত্রী জানালেন বিবাহিত পুরুষদের প্রতি তার ঝোঁক ছিল কতটা, কীভাবে অল্প বয়সী মেয়েরা এই ধরনের পুরুষদের দিকে বেশি ঝোঁকে। হৃতিক রোশনের নাম না নিলেও কঙ্গনা জানান কীভাবে এরকম একটা ঘটনা তার জীবনে বড় বিতর্ক তৈরি করেছিল।

লক আপের প্রতিযোগী মুনাওয়ার ফারুকিকে এদিন একটি ফটো দেখিয়ে প্রশ্ন করেন কঙ্গনা। যেখানে দেখা যাচ্ছিল মুনাওয়ারের সঙ্গে এক মহিলা ও একটা বাচ্চা। কঙ্গনা জানতে চান, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ফটোতে তার সঙ্গে কারা কারা আছেন?

তাতে মুনাওয়ারের উত্তর, ‘আমি এই ব্যাপারে কথা বলতে চাই না, আর লক আপের মতো একটা প্ল্যাটফর্মে তো নয়ই। এটা এমন কোনো বিষয় নয় যা নিয়ে আমি কথা বলবো।’

কঙ্গনা এরপর বলেন, ‘প্রায় সব মেয়েই বিবাহিত পুরুষ দেখলে পাগল হয়। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমি তোমার কথা বলছি না। যতদূর মনে হয় এই ধরনের পুরুষদের দায়িত্ববোধ বেশি থাকে, আবেগ থাকে, একটা জ্যাতি থাকে, আর অল্পবয়সী মেয়েদের আকৃষ্ট করে।’

কঙ্গনা আরও বলেন, ‘আমার সঙ্গেও হয়েছে এরকম। অনেক কম বয়সী মেয়েই একমত হবে আমার কথায়। ওরা ভাবে এসব বিবাহিত পুরুষদের তাদের বউয়ের উপর হওয়া অত্যাচার থেকে এরাই বাঁচাতে পারবে। আর এদের বউয়ের দিকটা শুনলে তোমার কান দিয়ে রক্ত বের হয়ে আসবে।’

যদিও মুনাওয়ার এরপর জানান, তার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। প্রথমে কথা বলতে না চাইলেও পরে জানান তারা একবছর ধরে আলাদা আছেন ও ডিভোর্সের মামলা চলছে।

প্রসঙ্গত, ‘লকআপ’-এ মুনাওয়ার ও অঞ্জলির মধ্যে প্রেম ঘিরেই এত কথা বলতে শোনা যায় কঙ্গনাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com