সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০১:০৭ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল প্রোফাইল সঙ্গে থাকতে হবে

  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০১৯
  • ২৭৯ বার পঠিত

বিশেষ প্রতিবেদক,সিটিজেন নিউজ: চলতি বছরে হজ গমনেচ্ছু নিবন্ধনকৃত হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান কার্যক্রম রোববার শুরু হচ্ছে। রাজধানীসহ সারাদেশে বিভিন্ন মেডিকেল কলেজ , জেলা সদর ও সিভিল সার্জন কার্যালয়ে প্রত্যেক হজযাত্রীকে ম্যানেনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

ধর্ম মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, এ বছর প্রত্যেক হজযাত্রীকে ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে তার ট্র্যাকিং নম্বর সার্চ করে মেডিকেল প্রোফাইল বের করে প্রিন্ট করে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্রে নিয়ে যেতে হবে। মেডিকেল প্রোফাইলের প্রিন্ট ছাড়া স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান করা হবে না।
মেডিকেল প্রোফাইলে আগে থেকে হজযাত্রীর রোগ-ব্যাধি সংক্রান্ত তথ্য দেয়া আছে। ফলে একজন চিকিৎসক খুব সহজেই হজযাত্রীর প্রয়োজন অনুসারে স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদান শেষে স্বাস্থ্য সনদ প্রদান করতে পারবেন বলে ওই কর্মকর্তা মন্তব্য করুন।

সরকারি বেসরকারি ব্যবস্থাপনায় আসন্ন হজে বাংলাদেশ থেকে চলতি বছর মোট ১ লাখ ২৮ হাজার ১৯৮ জন হজ যাত্রী অংশগ্রহণ করবেন। আগামী ৪ জুলাই থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট।

পরশু রোববার থেকে যে সকল স্থানে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা প্রদান করা হবে-

ঢাকা জেলা ও মহানগরী হজ্জযাত্রীদের জন্য:
(১) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
(২) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।
(৩) শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা।
(৪) কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টনম্যান্ট, ঢাকা।
(৫) ৫০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মুগদা, ঢাকা।
(৬) সরকারী কর্মচারী হাসপাতাল, ফুলবাড়ীয়া, ঢাকা।
(৭) বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, ঢাকা।
(৮) সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা।
(৯) কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা।

এ ছাড়াও শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুর ও শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল, টংগী, গাজীপুরে দুইটি মেডিকেল সেন্টার চালু করা হয়েছে।

(খ) অন্যান্য জেলার হজযাত্রীদের জন্য
বিভাগীয় শহরে সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা শহরে সিভিল সার্জনের কার্যালয়।

সূত্র:জাগোনিউজ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com