ক্যান্সার রোগীদের চিকিৎসা সেবার পরিধি বিস্তৃত করতে আট বিভাগে আটটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত এক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ কথা জানান।
বিএসএমএমইউ উপাচার্য এ সময় ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা নিতে সহায়তায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি বলেন, ক্যান্সার প্রতিরোধে জনসচেতনা আরো বৃদ্ধি করতে হবে। বিএসএমএমইউয়ে ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসার ব্যবস্থা রয়েছে। এখানে চিকিৎসাসেবার পাশাপাশি উচ্চ শিক্ষার মাধ্যমে ক্যান্সার বিশেষজ্ঞ তৈরি করা হচ্ছে।
অনুষ্ঠানে ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান বলেন, ক্যান্সার মিশন ফাউন্ডেশন বছরে চারবার ক্যান্সার আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা দিয়ে থাকে। এছাড়াও যখন কোনো ক্যান্সার আক্রান্ত অস্বচ্ছল রোগী আমাদের কাছে আবেদন করেন তখনই এই সহায়তায় প্রদান করা হয়ে থাকে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিচারপতি মো. নূরুজ্জামান। বাংলাদেশ ক্যান্সার মিশন ফাউন্ডেশন (সিএমএফ)-এর উদ্যোগে ক্যান্সার আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ। ক্যান্সার মিশন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. নাজমুল করিম মানিক এতে স্বাগত বক্তব্য রাখেন।