মেহেরপুরে গায়ে কাফনের কাপড় পরে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা।
রোববার (১২ জুন) বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন ব্যবসায়ী নেতারা।
শহরের কোর্ট রোডে জেলা প্রশাসন গত ৭ জুন অবৈধ ২৫টি দোকান উচ্ছেদ করে। ব্যবসায়ীদের দাবি, তারা জামানত দিয়ে বৈধভাবে দোকানগুলো ভাড়া নিয়েছিলেন। কিন্তু কোনো নোটিশ ছাড়া দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।
সমাবেশে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ গোলাম রসূল, সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন প্রমুখ।
এ সময় ব্যবসায়ীরা জেলা প্রশাসকের অপসারণ, সঠিক বিচার ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবি জানান। এছাড়াও ব্যবসায়ী নেতারা বলেন, ‘এ বিষয়ে জেলা প্রশাসক কোনো সিদ্ধান্ত না দিলে আমরা কঠোর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’
উল্লেখ্য, ৭ জুন মেহেরপুর জেলা শহরের কোর্ট মোড়ে অবৈধ স্থাপনা বলে ২৫টি দোকান উচ্ছেদ করে জেলা প্রশাসন। যদিও ব্যবসায়ীরা দাবি করে আসছিলেন, জামানত দিয়ে জেলা প্রশাসনের সঙ্গে চুক্তির মাধ্যমে দীর্ঘ ১০ বছর ধরে তারা ব্যবসা করে আসছেন।