যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, শিল্পায়ন ও নগরায়নের ফলে দ্রুত কমে যাচ্ছে গাছপালা। এর বিরূপ প্রভাব প্রকৃতিতে পড়ছে। ফলে বৈরী আচরণ করছে প্রকৃতি।
তিনি বলেন, জীবন ধারণের জন্য বৃক্ষ যেমন অক্সিজেন দেয় পাশাপাশি ফুল-ফল, ছায়া ও কাঠ দেয়। সর্বোপরি বৃক্ষ প্রকৃতিকে সুশোভিত করে।
শনিবার বিকেলে গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে সাত দিনব্যাপী বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
ঢাকা বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা নুরুল করিম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, বন বিভাগের কর্মকর্তা ফজল তরফদার, মীর মো. বজলুর রহমান প্রমুখ।