আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশের ঋণসহায়তা চাওয়ার বিষয়টি নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি জানিয়েছেন, সহায়তা চেয়ে চিঠি দেয়া হয়েছে সংস্থাটিকে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, আইএমএফের কাছে অর্থ চেয়ে চিঠি দেয়া হয়েছে। তবে তাতে উল্লেখ করা হয়নি অর্থের পরিমাণ।
প্রসঙ্গত, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আইএমএফের কাছ থেকে বাংলাদেশের ঋণ চাওয়ার বিষয়টি বেশ কিছু দিন ধরেই আলোচনায় রয়েছে। তবে গত সপ্তাহে অর্থমন্ত্রী এমন আশঙ্কা নাকচ করে দেন। তখন তিনি বলেছিলেন, এ মুহূর্তে আইএমএফের কোনো সহযোগিতার প্রয়োজন নেই।
দুই রকম কথা বলার বিষয়ে মুস্তফা কামাল বলেন, আমরা যদি সবসময় বলি টাকা লাগবে, এতে আমাদের চাহিদা প্রকাশ পায়। আইএমএফ টিম যখন ঢাকায় এসেছিল, সে সময় যদি বলি আমাদের টাকা দরকার, তখন তারা টাকা দিলেও সুদহার বাড়ানোর আশঙ্কা থাকে। তাই, আমরা ভাব দেখাই আমাদের দরকার নেই, এটাই হলো মূল কথা। সে কারণে সে সময় বলিনি আমাদের ঋণ প্রয়োজন।’