নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: আজ পঞ্চম ও শেষ ধাপে ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।সকাল আটটা থেকে চলবে বিকাল চারটা পর্যন্ত।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী এই ধাপে ১৬টি উপজেলায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু আগের চার ধাপের স্থগিত হওয়া সাতটি উপজেলা যোগ হয়ে এই সংখ্যা দাঁড়ায় ২৩টিতে।
কিন্তু কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান সব পদেই একক প্রার্থী থাকায় ভোট লাগবে না। ফলে আজ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ২০ উপজেলায় ভোট হচ্ছে।
এসব উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। এগুলো হলো- গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
এছাড়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও ১৬ উপজেলায় ভোট হচ্ছে। এসব উপজেলাগুলো হলো শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাঙ্গাবালী, বরগুনার তালতলী, গাজীপুর সদর, নারায়ণগঞ্জ বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা।
এর আগে চার ধাপে ১০ মার্চ, ১৮ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ দেশের প্রায় সাড়ে চারশ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশ ও অনসারের পাশাপাশি ৬৪ প্লাটুন বিজিবি আর র্যাবের ৮০টি দল কাজ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।