জার্মানির কোলন, ফ্রাঙ্কফুর্টসহ বিভিন্ন বিমানবন্দরে রাশিয়ার অন্তত ১০টি বিমান আটকা পড়েছে।
সোমবার (১৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ডয়েচে ভেলে।
প্রতিবেদনে বলা হয়, বিমানগুলো ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর আগে জার্মানিতে এসেছিল। এরপর যুদ্ধ শুরু হয়ে যায় এবং ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করে। বন্ধ করে দেওয়া হয় বিমান যোগাযোগ। ফলে রাশিয়ার বিমানগুলো আর ফিরতে পারেনি।
কোলন, ফ্রাঙ্কফুর্ট, বাডেনের মতো বিমানবন্দরে বিমানগুলো আটকে আছে বলে জার্মানির পরিবহন মন্ত্রণালয় ওই সংবাদমাধ্যমকে জানিয়েছে।