কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৯৪ বোতল বিদেশি গ্র্যান্ড রয়েল হুইস্কি ও ২৪৮ ক্যান আন্দামান গোল্ড বিয়ার উদ্ধার করেছে কোস্টগার্ড।
শনিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ বিসিজি স্টেশন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিজি স্টেশন টেকনাফ কোস্টগার্ডের লে. কমান্ডার আশিক আহমেদ এই তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, সদর ইউপি চালিয়াতলী ব্রিজ সংলগ্ন এলাকায় মাদকের একটি বড় চালান লুকানো আছে। এ তথ্যে কোস্টগার্ডের একটি দল ঐ এলাকায় অভিযান চালায়। এ সময় ব্রিজের দক্ষিণ পাশে অভিনব কায়দায় লুকানো পরিত্যক্ত অবস্থায় ৭টি বস্তা উদ্ধার করে। বস্তাগুলো তল্লাশি চালিয়ে এসব মাদক পাওয়া যায়।
লে. কমান্ডার আশিক আহমেদ বলেন, উদ্ধারকৃত বিদেশি হুইস্কি ও বিয়ারগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।