মাগুরায় মাদকবিরোধী অভিযানে আট কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী এ অভিযান পরিচালনা করা হয়। বুধবার রাত ৩টা ৪৫ মিনিটের দিকে মাগুরা সদরের পিটিআই খান পাড়ার আব্দুর রউফ বিশ্বাসের বাড়ির ভাড়াটিয়া খাদিজা বেগম ও তার স্বামী জিবলু মোল্লার শয়নকক্ষ থেকে এক কেজি ২০০ গ্রাম গাঁজা, গাঁজা মাপার একটা ডিজিটাল মেশিন, একটি জাতীয় পরিচয়পত্র এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পৃথক অভিযান চালিয়ে মাগুরা থানাধীন কলকলিয়া গ্রাম থেকে আসামি রাজন বিশ্বাসকে (৩০) গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার দুপুর ১টা ১৫ মিনিটে বাটিকাডাঙ্গা গ্রাম থেকে মো. আব্দুল আলিম (৪৫) ও মো. বিল্লাল হোসেনকে (৩৬) গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৮ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
এ বিষয়ে মাগুরা সদর থানায় পৃথক দুটি মাদক মামলা হয়েছে।