দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনার ড. মোজাম্মেল হক খান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থেকেও মহান মুক্তিযুদ্ধে দেশের জন্য ঝাঁপিয়ে পড়তে সাহস জুগিয়েছেন। তাই নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে।
শুক্রবার মাদারীপুরের পাঁচখোলা এলাকায় বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির আয়োজনে জাতির পিতার শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদক কমিশনার বলেন, মুক্তিযুদ্ধের সময় সাড়ে সাত কোটি মানুষকে জাগিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভারত, রাশিয়াসহ বিভিন্ন দেশকে বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার কথা বলেছেন। তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর শিক্ষাজীবন, কারাগার জীবন নিয়ে ভিন্ন ভিন্নভাবে আলোচনা করতে হবে। তাহলেই নতুন প্রজন্ম বঙ্গবন্ধু সম্পর্কে ভালো জানতে পারবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর চেতনা ও শ্রদ্ধাবোধ অর্জন করতে পারলে এক মুজিব থেকে লক্ষ মুজিব; পরে কোটি মুজিবের জন্ম হবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বৃহত্তর ফরিদপুর চাকরিজীবী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তুম আলী মোল্লা, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু, ডিপিডিসির চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সাবেক সচিব আনিস উদ্দিন মিয়া প্রমুখ।