মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজার ব্যাটালিয়নে (৩৪ বিজিবি) একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন মো. আলী হোসেন (৩৪), মো. ইউনুস (৩৭) এবং মো. হোসেন আহম্মেদ।
গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪) উপজেলার তুলাতলি বেতবুনিয়া এলাকায় মাদক কারবারিদের আটক করতে ফাঁদ পাতে। ভোরে সীমান্ত এলাকা থেকে কয়েকজন আসার সময় বিজিবি সদস্যদের দেখলে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় এক লাখ পিস বার্মিজ ইয়াবাসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।
কক্সবাজার ব্যাটালিয়েনের (৩৪ বিজিবি) অধিনায়ক কর্নেল মো. মেহেদি হোসাইন কবির বলেন, বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত রোহিঙ্গা যুবকদেরকে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।