বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড-পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াটা বড় ব্যাপার। তবে, ত্রিদেশীয় সিরিজের ফলাফলের চেয়ে নিজেদের ভালো প্রস্তুতির বিষয়টিই প্রাধান্য পাচ্ছে টাইগারদের কাছে। বাবর আজম ও কেইন উইলিয়ামসনের সঙ্গে ট্রফি উন্মোচন ও আনুষ্ঠানিক ফটোসেশন শেষে এমনটাই জানিয়েছেন সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।
অধিনায়ক সাকিব আল হাসান ক্যারিবীয় প্রিমিয়ার লিগ শেষে এখনো দলের সঙ্গে যোগ না দেয়ায় আনুষ্ঠানিক সব দায়িত্ব সামলাতে হচ্ছে সহ-অধিনায়ক সোহানকেই। ত্রিদেশীয় সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানও নিয়মিত অধিনায়কের জায়গায় সামলাতে হয়েছে তাকে। ট্রফি হাতে আনুষ্ঠানিক ফটোসেশন শেষে দলীয় লক্ষ্যের কথা জানান টাইগার উইকেটকিপার।
টাইগারদের টি-টোয়েন্টি সহ-অধিনায়ক সোহান বলেন, এটা আমাদের খুব ভালো সুযোগ ওয়ার্ল্ড কাপ খেলতে অস্ট্রেলিয়া যাওয়ার আগে আমরা এ রকম কন্ডিশনে কয়েকটা ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি এবং পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো টিমের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি। অবশ্যই এটা আমাদের ওয়ার্ল্ড কাপে অনেক বেশি বুস্টআপ করবে। সবার কাছে এই ম্যাসেজটাই দেওয়া হচ্ছে যে, আমরা যেন রেজাল্ট নিয়ে চিন্তা না করি। আমরা একটা প্রসেসের মধ্যে আছি। আসলে রেজাল্ট কী হবে এটা নিয়ে আগে থেকে প্রেডিক্ট করার অপশন থাকবে না।’
ব্যাট-বলের প্রস্তুতির পাশাপাশি কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও থাকছে। সংযুক্ত আরব আমিরাতে মরুর বুকে সিরিজ খেলে দেশে ফিরে আবার নিউজিল্যান্ডের অতিরিক্ত ঠান্ডায় গর্জন তুলতে পারবে কি টাইগাররা?
সোহান বলেন, ‘এখানে আসার পর বৃষ্টি ও বরফ পড়া সত্ত্বেও আমরা দুদিন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পেরেছি। এর আগে আমরা দুবাইয়েও দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। আমার কাছে মনে হয়, প্রস্তুতি নিয়ে সবাই খুশি।’
দ্বিতীয় দিনের অনুশীলনে ইনডোরেই পুরোটা সময় কাটিয়েছে বাংলাদেশ দল।