রাজধানীর ভাটারা এলাকা থেকে বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে রাখা মূল্যবাণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন কষ্টিপাথরের ১টি মূর্তি উদ্ধারসহ একজন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
রোববার (১৬ অক্টোবর) বসুন্ধরা রোড সরকার মার্কেট এলাকায় এই অভিযান চালায় র্যাব-৩। অভিযানে গ্রেপ্তারকৃতের নাম- মো. আনিছুর রহমান (৫২)।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, কষ্টিপাথরের ওজন ৫০০ গ্রাম। এর বর্তমান বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা।
গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে অবৈধভাবে কষ্টিপাথর নিজ হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় এবং পাচারের কাজে তৎপর রয়েছে বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।