শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক বিকেলে সাড়ে ৪টায় মৃত ঘোষণা করেন।
আশিককে উদ্ধার করে নিয়ে আসা আব্দুস সালাম বলেন, দুপুরে ভাত খাওয়ার পরে পানি না থাকায় সে পানির মোটর পাম্প ছাড়তে নিচে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।