নিজস্ব প্রতিবেদক: জম কালো আয়োজনের মধ্য দিয়ে উত্তরা ইউনাইটেড কলেজের ২০২২ ইং সালের একাদশ শ্রেনীর ১২০০ নতুন শিক্ষার্থীদের বরণ করে নিল উত্তরা ইউনাইটেড কলেজে।
গত কাল ২৪ অক্টোবর সোমবার রাজধানীর উত্তরা দিয়াবাড়ি ফেন্টাসি আইল্যান্ডে ফুলের সুভেচ্ছার মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়া হয়।
মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ২৩ তারিখ রাত থেকে দিনভর ঝড়-বৃস্টি উপেক্ষা করে ১০০০ এর বেশী শিক্ষার্থীর উপস্থিতি অনুষ্ঠানকে প্রানবন্ত করে তোলে। নতুন শিক্ষার্থীদের নাচ, গান ও সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠাকে আরোও আনন্দময় করে তোলে।
অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধক্ষ সুমনা ইয়াসমিন। তিনি বলেন, উত্তরা ইউনাইটেড কলেজের শিক্ষক ও শিক্ষার্থী মিলে একটি পরিবার। প্রতি বছরের ন্যায় এবারও জাক জমক পূর্ণ ভাবে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ঝড়-বৃস্টি উপেক্ষা করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।