ঋণের টাকা পরিশোধ করতে না পেরে দীর্ঘদিন পালিয়ে থাকা চট্টগ্রাম মহানগরের সাবেক এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার বনশ্রীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।
গ্রেফতারকৃত মো. সাইফুল আলম চট্টগ্রাম মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক ছিলেন। তিনি কোতোয়ালি থানা ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
পুলিশ জানায়, চট্টগ্রাম নগরীর নন্দনকানন এলাকায় গ্লাসের ব্যবসা করতেন সাইফুল। ঐ সময় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও লোকজনের সঙ্গে কোটি টাকা ঋণ নেন তিনি। কিন্তু ঋণ পরিশোধ করতে না পারায় তিনি চট্টগ্রাম থেকে পালিয়ে ঢাকায় চলে যান। এরপর বনশ্রীর নিবরাস মাদরাসায় প্রশাসনিক কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন।
চট্টগ্রাম কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর বলেন, মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে ১১টি মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বনশ্রীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।