পিরোজপুরের ভান্ডারিয়ায় ইউপি সদস্য মামুন হাওলাদার হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ভান্ডারিয়া উপজেলার উত্তর ভিটাবাড়িয়া গ্রামের মো. মহিদুল জোমাদ্দারের ছেলে মো. সজল জোমাদ্দার ও কাউখালী উপজেলার জোলাগাতী গ্রামের আব্দুল আজিজ হাওলাদারের ছেলে মো. মামুন ওরফে টাক মামুন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, সোমবার রাতে ১১ জনের নাম উল্লেখসহ আরো চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহতের ছেলে মেহেদী হাসান। এরপর রাতেই অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয়। বাকিদেরও গ্রেফতারে চেষ্টা চলছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে ভান্ডারিয়া উপজেলার লিংকরোড হয়ে ইউনিয়ন পরিষদে যাচ্ছিলেন মামুন। আজাহারিয়া শিকদার বাড়ি এলাকায় পৌঁছালে তার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এরপর মৃত্যু নিশ্চিত করে মরদেহ সড়কে ফেলে রাখে। এছাড়া বাম পা বিচ্ছিন্ন করে ডোবায় ফেলে দেয়।