মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা ভুট্টাবোঝাই একটি জাহাজ থেকে প্রায় ৪৩ লিটার বিদেশি হুইস্কি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার শুল্ক গোয়েন্দার এক অভিযানে ঐ মদ উদ্ধার করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর আঞ্চলিক কার্যালয়ের একটি দল মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে আসা ভুট্টাবাহী একটি জাহাজ এমভি এমসিএল-৬ এর রামেজিং করে ৬১ বোতল বা ৪২.৬৫ লিটার বিদেশি হুইস্কি জব্দ করে। এ হুইস্কি জাহাজের ক্রু কনজাম্পশনের ঘোষণা বহির্ভূত। যার শিপিং এজেন্ট মাল্টিপোর্ট শিপিং লিমিটেড। জাহাজটি গত ২৭ নভেম্বর বাংলাদেশে আসে। ৬১ বোতল বিদেশি হুইস্কি চট্টগ্রামের কাস্টম হাউসে জমা দেওয়া হবে। জড়িতদের বিরুদ্ধে দ্য কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হবে।