রাজধানী ঢাকাসহ আশপাশের আকাশ আজ ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা। শিশিরকণা মিশ্রিত ঠান্ডায় জবুথবু জনজীবন। ঘন কুয়াশা পড়ায় সড়কে যান চলাচল করছে কম। গাড়িচালকরা হেড লাইট জ্বালিয়ে সড়ক পাড়ি দিচ্ছেন ধীরগতিতে।
রোববার সকাল ৮টার দিকে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কে এমন চিত্র দেখা গেছে।
রাজধানীর ধানমন্ডি-মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে দেখা যায়, কুয়াশা আর ঠান্ডার মধ্যে ঘুম থেকে উঠেই জীবনের তাগিদে কর্মস্থলে ছুটছেন অফিসগামীরা। সকালে কুয়াশার মধ্যে রাস্তায় যানবাহন ও মানুষের সংখ্যা ছিল হাতে গোনা।
কোনো কোনো এলাকায় দেখা যায়, কুয়াশাচ্ছন্ন সকালে গরম পোশাক শরীরের জড়িয়ে স্বাস্থ্য সচেতনরা বেরিয়ে পড়েছেন শরীরচর্চায়।
এ ছাড়া শীতের তীব্রতা থেকে রেহাই পেতে সড়কের পাশে আগুন পোহাতে দেখা গেছে অনেককে।