সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৩৩ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
দেশে কোন জঙ্গি নেই ; স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকতা ও মানবসেবাই রোটারির প্রকৃত শক্তি ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: উত্তরা ও উত্তরখানে বিএনপির লিফলেট বিতরণে সমাবেশে আফাজ উদ্দিন ৩১ দফার ভিত্তিতে মানবিক রাষ্ট্র গঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে: এস এম জাহাঙ্গীর পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক শ্যামলীর ইইউবি ক্যাম্পাস বিক্রির অভিযোগে ভূয়া ট্রাস্টির বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন জবাবদিহিমূলক সরকার গড়বে বিএনপি: আমিনুল হক হেলমেটে বলের আঘাতে মাঝপথেই টেস্ট শেষ বেনেটের সরকারবিরোধী আন্দোলনে উত্তাল সার্বিয়া ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর অর্ডিন্যান্স’-এর খসড়া অনুমোদন

রসিক নির্বাচন: জনগণের মুখোমুখি ৯ মেয়রপ্রার্থী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১৩৬ বার পঠিত

রংপুর সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে ৯ মেয়রপ্রার্থী এক মঞ্চে দাঁড়িয়ে নগরীর উন্নয়নের অঙ্গীকার করেছেন। এ সময় নগরকে আধুনিকায়নে নানা প্রতিশ্রুতি আর পরিকল্পনা তুলে ধরেন তারা।

সোমবার (১৯ ডিসেম্বর) নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে প্রতিদ্বন্দ্বী ৯ মেয়রপ্রার্থীকে জনগণের সামনে মুখোমুখি করে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

নয় মেয়র প্রার্থী হলেন: আওয়ামী লীগের অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান, জাসদের শফিয়ার রহমান, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের আমিরুজ্জামান, বাংলাদেশ কংগ্রেসের আবু রায়হান, খেলাফত মজলিসের তৌহিদুর রহমান, জাকের পার্টির খোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান ও মেহেদী হাসান।

জনতার মুখোমুখি হয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট হোসেনে আরা লুৎফা ডালিয়া বলেন, রংপুরের যত উন্নয়ন তা সব আওয়ামী লীগ সরকারের অবদান। রংপুর সিটি এলাকার উন্নয়নের স্বার্থে এবার নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় পার্টি মনোনীত মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, শ্যামাসুন্দরি খাল সংস্কার, যানজট, জলাবদ্ধতা নিরসনসহ একাধিক জনগুরুত্বপূর্ণ বিষয় আমার ইশতেহারে আছে। এসব বাস্তবায়ন করতে পারলেই রংপুর একটি ক্লিনসিটি হিসেবে রূপ পাবে।

 

এদিকে স্বতন্ত্র ও অন্যান্য দলের প্রার্থীদের বক্তব্যের মূল কথা ছিল দুর্নীতি ও জবাবদিহি নিয়ে।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী লতিফুর রহমান মিলন বলেন, সিটি করপোরেশন এলাকায় তরুণ ও তরুণীরা এখনো বেকার। তাদের বেকারত্ব ঘোচাতে আধুনিক কৃষি ব্যবসার পাশাপাশি কার্যকর পরিকল্পনা নেয়া হয়েছে।

জাসদ মনোনীত মেয়রপ্রার্থী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিয়ার রহমান বলেন, আমরা চাই দুর্নীতিমুক্ত একটি সিটি করপোরেশন গড়ে তুলতে। ভোটাররা সেই সহযোগিতা করলে আশা করি আমি আমার ইশতেহারে থাকা সব বিষয় বাস্তবায়ন করতে পারব।

অনুষ্ঠান পরিচালনা করেন সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। সভাপতিত্ব করেন রংপুর মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু। অনুষ্ঠানে রংপুর সিটি বিভিন্ন পর্যায়ের নাগরিকরা উপস্থিত প্রার্থীদের কাছে পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন।

আগামী ২৭ ডিসেম্বর ২২৯ কেন্দ্রে রংপুর সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com